ভোরের সূর্য দেখে জন্ম আমার - আনিলা

, by https://love-bit.blogspot.com/


ভোরের সূর্য দেখে জন্ম আমার
গোধূলি লগ্নে মৃত্য আমার..
কান পেতে কষ্ট শুনতে না পেলে
এ বুক চিরে দেখো।
সূখের আড়ালে লুকিয়ে রয়
অযাচিত দুঃখ নিয়ে কিসের বিস্ময়..
মনের অনূভুতি জানতে যদি চাও
এ বুক চিরে দেখো।

স্বপ্নে হারানো সূখ স্বপ্নতেই রয়ে যায়
ক্ষণিকের আনন্দে জীবনটা জড়িয়ে যায়।
বিদ্রোহী প্রেম পথে হারিয়ে যায়
ক্রান্তিহীন জীবনে শূণ্যতায়।
নিশ্চুপ বাধা ঢেকে দেয় দৃষ্টি
সন্ধানী মন পথ খুজে নেয়..

স্বপ্নে হারানো সূখ স্বপ্নতেই রয়ে যায়
ক্ষণিকের আনন্দে জীবনটা জড়িয়ে যায়।

0 comments:

Post a Comment