Aamar Motey - আমার মতে

, by https://love-bit.blogspot.com/


শিরোনামঃ আমার মতে
কন্ঠঃ অনুপম রয়
কথাঃ অনুপম রয়
সুরঃ অনুপম রয়
অ্যালবামঃ দ্বিতীয় পুরুষ

কতবার তোর বাড়ি গিয়ে ফিরে, ফিরে এলাম
আমার মতে তোর মতন কেউ নেই ।
কতবার তোর জানলা দিয়ে গলে হলুদ খাম,
আমার মতে তোর মতন কেউ নেই ।

তোর বাড়ির পথে সারি সারি সৈন্য
যতটা লুকিয়ে কবিতায়
তারও বেশি ধরা পড়ে যায় ।
তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক,
কষতে বারণ ছিল তাই,
কিছুই বোঝা গেল না প্রায়।

কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া।

0 comments:

Post a Comment