চাই তোমায় ~ ইবরার টিপু

, by https://love-bit.blogspot.com/



চাই তোমায় প্রার্থনায়
অনুভূতির গভীর উপমায়।
সব চাওয়া তোমার বলো আমাকে
মেঘ হওয়া মনের কথা ভেজাও আবেশে।

চাই তোমায় প্রতি নিঃশ্বাসে
অন্তহীন ভালবেসে।

জানিনা কি অনুভবে
চাঁদটাকে গল্প শোনায়।
আলোকিত সূর্য্য স্নানে
ক্লান্তিহীন তোমাকে চাই।
না বলা কথাটা
ফিরে ফিরে আসে।

চাই তোমায় প্রতি নিঃশ্বাসে
অন্তহীন ভালবেসে।

স্বপ্নময় শত রঙে
দৃষ্টিহীন হৃদয় সাজায়।
বিমুগ্ধ কোন সুরে
শব্দহীন তোমাকে চাই।
অচেনা ভাবনায়
ঘিরে ঘিরে রাখে।

চাই তোমায় প্রতি নিঃশ্বাসে
অন্তহীন ভালবেসে।

0 comments:

Post a Comment