Jokhon tomay Dekhlam (যখন তোমায় দেখলাম) - Neela
মন কেন হাসছে
নতুন এক আবেশে
আগে তো কখনই হয়নি এমন
আমি বুঝতে জানিনা
শুধু সবই অজানা
কাল থেকে আসা
কড়িটা ফুটলো কখন??
মেঘেরা যে উড়ছে,
গানটাও ভাল লাগছে
কেন স্বপ্ন বুনছি নতুন করে।।
মন ভাবছে যা ভাবার সে শোনেনা মানা
আমি হারিয়ে যাব নেই যে কোন সীমানা
মেতে উঠি সুরে সুরে কল্প কথায়।।
ভাল লাগছে লাগুক সব নতুন অনুভুবের খোঁজে
আমার পৃথিবীটা গড়ে উঠছে অপরীমেয় সাজে
0 comments:
Post a Comment