ছোট ছোট গল্প
আর না দেখা ছবি
অবাক আলোর সাজে
তুই কি আমার হবি??
হাতের জলরং
ভুল কবিতা লিখে লিখে
আছি আমি এই আমাতে তোকে নিয়ে বেশ
এত ভালবাসি
কেন কাছে আসি
কেন তুই আমায় বেঁধে রাখিস কিসের মায়ায়
তুই নিশ্বাসে শুধু ভালবাসা দে
আর কিছু দিসনা
লাগবেনা তোর বাধ ভাঙ্গা সময়
এতটুকু আশা আমার কেড়ে নিসনা।
0 comments:
Post a Comment