Abar Jokhon আবার যখন
শিরোনামঃ আবার যখন
কথাঃ মিনার
কন্ঠঃ মিনার
সুরঃ মিনার
সঙ্গীতায়োজনঃ পাভেল আরিন
অ্যালবামঃ আড়ি
আবার যখন আকাশ হয়ে
বৃষ্টিজলে আটকে পড়ে
তোমায় দেখবো
তখন তুমি ফিরিয়ে দিও না
আবার যখন অন্তরালে একলা হয়ে অন্ধকারে
তোমায় ভাববো তখন তুমি অভিমান করোনা
যখন নিঝুম রাতের তারা একফালি চাঁদ জোছনা ভরা
জোনাকির আলোয় হাত বাড়িয়ে আমায় ডাকে না
যখন মোহের অন্তরালে রঙিন কোন স্বপ্নজলে
আমার ছোট নাওয়ের মাঝি ভিড়তে পারে না
তখনও তোমায় ভালোবাসি
তখনও তোমায় ভালোবাসি
তখনও তোমায় ভালোবাসি
আবার যখন জোছনা রাতে শিশির ভেজা ঘাসের মাঝে
থাকব বসে একা তখন তুমি প্রশ্ন করো না
আবার যখন পথহারা পথে অবচেতনার অন্ত্যমিলে
ছুটতে থাকি আমি তখন তুমি পিছু ডাক দিওনা
0 comments:
Post a Comment