আঁধারে ছিলাম এই আমি-এল আর বি

, by https://love-bit.blogspot.com/



আঁধারে ছিলাম এই আমি
আঁধারে এখনো আছি
আমার আছো একটা তুমি
তোমার মাঝেই বাঁচি
আমি ভালোবাসি আঁধার
আর ভালোবাসি তোমায়

বহুদিনের দূরে থাকায়
হয়তো অচেনা আমি
বিষাদ ভেজা আবেগ নিয়ে
তাই কি ভালোবাসোনি
তবু আছো আমার স্বপনে
স্বপ্নময়ী হয়ে

কখনো যদি ডাকো আমায়
অভিমানী ভুলের শেষে
জেনে রেখো আসবো আমি
রাতজাগা পাখীর বেশে
শুধু আছো তুমি অযতনে
রেখোনা আমায় দূরে

0 comments:

Post a Comment