পলকে পলকে (Poloke Poloke)

, by https://love-bit.blogspot.com/


শিরোনাম: পলকে পলকে (Poloke Poloke)
কন্ঠ: আরফিন রুমি ও পড়শী
অ্যালবাম: নীলাঞ্জনা

পলকে পলকে কি যে হলো
দুটি হৃদয় ভেসে গেলো
পাজর ছুয়ে অবুঝ নদী
ঢেউয়ে ঢেউয়ে মাতিয়ে দিল
মনের ভেতর মন নামিয়ে স্বপ্নবুনি চলো ।।

একটা পলক তুমি হলে আড়াল
মনে হয় দেখি নাই অনন্তকাল
মনের ভেতর করে কেমন কেমন
রাত শেষে আসে না যেন সকাল
চলো দু’জন হৃদয় খুলে হয়ে যাই এলোমেলো ।।

মনটা ছুয়ে তুমি সুনীল আকাশ
সেখানে শুধু তোমার বসবাস
বুকের ভেতর তোমার আসন
জুড়ে আছো সবটা নিঃশ্বাস
তোমায় ছাড়া এক জীবনে যায় কি বাচা বলো ।

0 comments:

Post a Comment