চলো বদলে যাই-এল আর বি

, by https://love-bit.blogspot.com/



সেই তুমি কেন এতো অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এতো অচেনা হলে তুমি
কিভাবে এতো বদলে গেছি এই আমি
ও বুকেরও সব কষ্ট দুহাতে সরিয়ে
চলো বদলে যাই
তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আজ আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় জুড়ে
আমার অপরাধ ছিল যতো তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়

কতরাত আমি কেঁদেছি
বুকেরই গভীরে কষ্ট নিয়ে
শূণ্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও

কতবার ভেবেছি ভুলে যাবো
তারও বেশী মনে পড়ে যায়
ফেলে আসা সেই সব দিনগুলি
ভুলে যেতে আমি পারিনা

0 comments:

Post a Comment

ফেরারী এই মনটা আমার-এল আর বি

, by https://love-bit.blogspot.com/



ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার

কখনো ভাবিনি আমি
ব্যথা দিয়ে তুমি চলে যাবে
কি জানি কি ভুল ছিল আমার
আমাকে কেন গেলে কাঁদিয়ে
তাই আমি ফিরে আছি বারেবার

যে পথে হারিয়েছি তোমায়
সেই পথে খুঁজে আমি যাব
অভিমান করে থেকো না
অপবাদ দিয়ে যেও না
তাই আমি ফিরে আছি বারেবার

0 comments:

Post a Comment

আঁধারে ছিলাম এই আমি-এল আর বি

, by https://love-bit.blogspot.com/



আঁধারে ছিলাম এই আমি
আঁধারে এখনো আছি
আমার আছো একটা তুমি
তোমার মাঝেই বাঁচি
আমি ভালোবাসি আঁধার
আর ভালোবাসি তোমায়

বহুদিনের দূরে থাকায়
হয়তো অচেনা আমি
বিষাদ ভেজা আবেগ নিয়ে
তাই কি ভালোবাসোনি
তবু আছো আমার স্বপনে
স্বপ্নময়ী হয়ে

কখনো যদি ডাকো আমায়
অভিমানী ভুলের শেষে
জেনে রেখো আসবো আমি
রাতজাগা পাখীর বেশে
শুধু আছো তুমি অযতনে
রেখোনা আমায় দূরে

0 comments:

Post a Comment

শেষ চিঠি-এল আর বি

, by https://love-bit.blogspot.com/




শেষ কথা কেন এমন কথা হয়
শেষ চিঠি কেন এমন চিঠি হয়
ক্ষমা করো
ক্ষমা করো আমায়

হয়না কেন এমন শেষ কথা
হয়না কেন এমন শেষ চিঠি
আর কথা নয় আর চিঠি নয়
চলে যাব বহুদূরে
ক্ষমা করো আমায়

হয়না কেন এমন শেষ পাওয়া
হয়না কেন এমন শেষ চাওয়া
আর চাওয়া নয় আর পাওয়া নয়
চলে যাব বহুদূরে
ক্ষমা করো আমায়

0 comments:

Post a Comment

মাধবী-এল আর বি

, by https://love-bit.blogspot.com/



চোখে সানগ্লাস ঠোঁটে হাসি
বাঁকা হাসি
তার সব কিছুতেই বড় বেশী
বাড়াবাড়ি
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

রাতের আঁধারে তাকে শুধু দেখা যায়
লাল নীল নানান রঙের গাড়িতে
দিনের আলোতে তাকে মিশে যেতে দেকা যায়
সবার সাথে সবার সাথে
কখন কোথায় সে যে কার
সে নিজেও তা জানে না
সে শুধু জানে দেহের বিনিময়ে
খাদ্য চাই খাদ্য চাই
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

তাকে সমাজ সভ্যতা এড়িয়ে চলে
আইনের শেকল তার পেছনে চলে
ধরা পরে ছাড়া পায় ফিরে আসে আবার
মানুষের কাছে , মানুষের কাছে
নষ্ট নারী কেন তারে বলে
সে নিজেও তা জানে না
সে শুধু জানে দেহের বিনিময়ে
খাদ্য চাই খাদ্য চাই
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

নষ্ট সে হয়েছে কাদের ইশারায়
দুঃখ অভাব আর ক্ষুধারই জ্বালায়
নষ্ট পুরুষ সব কাছে চলে আসে
তাদের দুচোখে লোভী দৃষ্টি ভাসে
মাধবী জানে না কেমন করে
বদলে গেছে সে নষ্ট নারীতে
সংসার শান্তি এসব কিছু আর
নিলো না মাধবীকে আপন করে
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

সময়ের আগে তাকে চলে যেতে হয়
প্রানহীন দেহখানি পৃথিবীতে রয়
নষ্ট পুরুষ সব তাকে ভুলে যায়
নতুন নষ্টা নারী পাবারই আশায়
মাধবীর মরনে কারো ব্যথা নেই
মরনের কষ্ট মাধবী জানে
মাধবীর দেহখানি জঞ্জাল হয়ে
চলে যায় কোন এক অজানায়
আজ বলি একসাথে মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

দুঃখ কষ্ট যার ছিলো সারি সারি
মাধবী

0 comments:

Post a Comment

সাড়ে তিন হাত মাটি-এল আর বি

, by https://love-bit.blogspot.com/



টাকা কড়ি ধন সম্পত্তি
অনেক অনেক বাড়ী গাড়ি
ঠিকানার ছরাছরি
আমি তুমি বারাবারি
মরলে সংগে যাবেনা
কোনই কিছু তোমার অংশীদারি।

ঠিকানা শুধু এক সমাধি
সাড়ে তিন হাত মাটি...

সংসারে যুদ্ধ চলে
কারন হলো জায়গা জমি
দেহ ত্যাগ করার পরে
স্মৃতি হয়ে যাবে জানি
মরলে সংগে যাবেনা
কোনই কিছু তোমার অংশীদারি।

ঠিকানা শুধু এক সমাধি
সাড়ে তিন হাত মাটি...

সুখের আশা
পৃথিবীতে করে শুধু জানি
উপর থেকে ডাক এলে
উড়াল দেবে জীবন পাখি
মরলে সংগে যাবেনা
কোনই কিছু তোমার অংশীদারি।

ঠিকানা শুধু এক সমাধি
সাড়ে তিন হাত মাটি...

0 comments:

Post a Comment

ঘুমন্ত শহরে-এল আর বি

, by https://love-bit.blogspot.com/



 ঘুমন্ত শহরে রূপালী রাতে
স্বপ্নের নীল চাদর বিছিয়ে
কষ্টের শীতল আবরণ জড়িয়ে
আমি আছি আছি তোমার স্মৃতিতে
ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে
চলে গেছ এই হৃদয়টাকে ভেঙে
তুমি আমি একই শহরে
তবুও একাকী ভিন্ন গ্রহে

মনে পড়ে সেই নিয়ন জ্বলা রাতে
অনন্ত প্রেম দিয়েছি উজার করে
নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে
পথে হেঁটেছি বাঁধা দুটি হাতে
দূর আঁধারের ভালোবাসায় হারাতে
ছুটেছিলাম সেই রূপালী রাতে

এই রাতে সব প্রেম হারিয়েছি অকারণে
নিশি ব্যস্ত মানুষ হয়েছি কেমনে
সমুদ্র কোলাহলের মনে অবিরাম ক্ষণে
নগরের যত বিষাদ আমাকে ভর করে
দরজার চৌকাঠকে পিঁড়ি বানিয়ে
বিনিদ্র জেগে আছি এই রূপালী রাতে

0 comments:

Post a Comment

ফেরারী এই মনটা আমার-এল আর বি

, by https://love-bit.blogspot.com/



ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার

কখনো ভাবিনি আমি
ব্যথা দিয়ে তুমি চলে যাবে
কি জানি কি ভুল ছিল আমার
আমাকে কেন গেলে কাঁদিয়ে
তাই আমি ফিরে আছি বারেবার

যে পথে হারিয়েছি তোমায়
সেই পথে খুঁজে আমি যাব
অভিমান করে থেকো না
অপবাদ দিয়ে যেও না
তাই আমি ফিরে আছি বারেবার

0 comments:

Post a Comment

পৃথিবীর একপাশে মাকে রেখে

, by https://love-bit.blogspot.com/


পৃথিবীর একপাশে মাকে রেখে

আরিফিন রুমি

পৃথিবীর একপাশে মাকে রেখে
অন্য পাশেও, মাকে রাখি
পৃথিবীর সব কথা ভূলে গিয়ে
ব্যাকুল প্রাণে, মাকে ডাকি
জীবনের সবখানে, সব গানে
মাকে ছাড়া, জীবনের নিলামে
মা হীন এলোমেলেও হৃদয়ে,
আর কোনও ঠিকানা
কেউ কি জানে?
ও...ও...হো......মা

মায়েরই মুখ দেখে দুঃখ ভুলি,
মায়েরই আঁচলে জীবন বুঝি।
যখনই দুরে যাই,
আড়ালে থাকি,
নিরবে চোখ মেলে মাকে খুঁজি।

মায়েরই পায়েতে স্বর্গ আছে,
স্বর্গ খুঁজিনা তাই অন্যখানে
মায়েরই কারনে বাঁচতে শেখা
দু চোখে মা, তুমি
জগৎ জানে
ও.....মা....মা......আ.....
ও.....মা....মা......আ.....

 
পৃথিবীর একপাশে মাকে রেখে
অন্য পাশেও,মাকে রাখি।
পৃথিবীর সব কথা ভূলে গিয়ে
ব্যাকুল প্রাণে, মাকে ডাকি।
জীবনের সবখানে, সব গানে
মাকে ছাড়া, জীবনের নিলামে।
মা হীন এলোমেলো হৃদয়ে,
আর কোনও ঠিকানা
কেউ কি জানে?
ও...ও...হো......মা.....

0 comments:

Post a Comment

Ghum parie dio amai-(ঘুম পাড়িয়ে দিও আমায়)-Onila

, by https://love-bit.blogspot.com/

আবার আমি উঠে দাঁড়াই
আঁধারের মাঝে আলো ছড়াই
দেখি যেন তোমার ছাঁয়া
ডাকছ নতুন দিনে আমায়
হয়তো হেমন্তের কোন এক সকালে
যাবে তুমি আমায় ফেলে
ঘুম পাড়িয়ে দিও আমায় হেমন্ত আসার আগেই
সূর্যকে বলে দিও সকাল যেন না আসে
স্বপ্নে দেখব আমি শুধু তোমার ছবি
দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি


গানের খাতা ধুলো পড়া
লিখতে বসি নতুন কথা
স্বপ্নের মাঝে ছবি আঁকি
যেথায় আছি শুধু তুমি-আমি
ঘুম পাড়িয়ে দিও আমায় হেমন্ত আসার আগেই
সূর্যকে বলে দিও সকাল যেন না আসে
স্বপ্নে দেখব আমি শুধু তোমার ছবি
দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি


হয়তো যাবে তুমি আমায় ভুলে
ঝাপসা হব আমি তোমার চোখে
ঘুম পাড়িয়ে দিও…

0 comments:

Post a Comment

Papri keno bojhe na-(পাপড়ি কেন বোঝে না) ~ আজম খান

, by https://love-bit.blogspot.com/


সারারাত জেগে জেগে কত কথা আমি ভাবি
পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না।।

তুমি আমি কেন দূরে দূরে
খুজে বেড়ায় ঘুরে ঘুরে
মন কি যে চাই
কাঁদে শুধু বেদনায়
পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না।।

এই মায়াভরা পৃথিবী ছেড়ে
চলে যাব চিরতরে
সবাই চলে যাই
কতটুকুই বা পায় 
পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না।।

0 comments:

Post a Comment

Abar Jokhon আবার যখন

, by https://love-bit.blogspot.com/


শিরোনামঃ আবার যখন
কথাঃ মিনার
কন্ঠঃ মিনার
সুরঃ মিনার
সঙ্গীতায়োজনঃ পাভেল আরিন
অ্যালবামঃ আড়ি

আবার যখন আকাশ হয়ে
বৃষ্টিজলে আটকে পড়ে
তোমায় দেখবো
তখন তুমি ফিরিয়ে দিও না

আবার যখন অন্তরালে একলা হয়ে অন্ধকারে
তোমায় ভাববো তখন তুমি অভিমান করোনা
যখন নিঝুম রাতের তারা একফালি চাঁদ জোছনা ভরা
জোনাকির আলোয় হাত বাড়িয়ে আমায় ডাকে না
যখন মোহের অন্তরালে রঙিন কোন স্বপ্নজলে
আমার ছোট নাওয়ের মাঝি ভিড়তে পারে না

তখনও তোমায় ভালোবাসি
তখনও তোমায় ভালোবাসি
তখনও তোমায় ভালোবাসি

আবার যখন জোছনা রাতে শিশির ভেজা ঘাসের মাঝে
থাকব বসে একা তখন তুমি প্রশ্ন করো না
আবার যখন পথহারা পথে অবচেতনার অন্ত্যমিলে
ছুটতে থাকি আমি তখন তুমি পিছু ডাক দিওনা


0 comments:

Post a Comment

Ei Bhalo Ei Kharap (এই ভালো এই খারাপ)-Monali Thakur

, by https://love-bit.blogspot.com/



এই ভালো এই খারাপ প্রেম মানে মিষ্টি পাপ
চলো মানে মানে দিয়ে ফেলি ডুব তুমি আমি মিলে।
দুজনেই মনটাকে বেঁধে ফেলি সাত পাকে
চলো ছোটখাটো করি ভুল চুক তুমি আমি মিলে
সাজিয়েছি ছোট্ট একফালি সুখ রাজি আছি আজকে বৃষ্টি নামুক
তুমি আমি ভিজবো দুজনে খুব ভরসা দিলে।
দেখনা এই অকাল শ্রাবন নেমেছে আজ হাজার বারন জেনে
আওয়াজ শুনে আমায় ডাকো ডাকো চাদর আমার কাছে টেনে
রঙে রঙে ভরিয়ে দিয়েছি ঘর ভিজে গেছি বৃষ্টি নামার পর
তুমি আমি দেখছি কেউ যাযাবর যাচ্ছি চলে।

0 comments:

Post a Comment

Chokher aral holeo (চোখের আড়াল হলেও)-Poppy (পপি)

, by https://love-bit.blogspot.com/



 চোখের আড়াল হলেও আমি,
তোমার আছি সারাক্ষণ
অনেক অনেক ভালবাসে,
তোমায় আমার মন।।

যেওনা কখনও ফেলে দূরে,
ভাসিয়ে বিরহেরও সুরে।।

গভীর রাতে তুমি আমি,
যখন ঘুমে থাকি
হৃদয় দুটো এক হয়ে যায়,
যেমনেতে রাখি।।
যেওনা কখনও ফেলে দূরে,
ভাসিয়ে বিরহেরও সুরে।।
ভুল করিলে তুমি বন্ধু,
কর আমায় শাসন
কোন কিছু না বুঝে,
ভেঙ্গ না এই মন।।
যেওনা কখনও ফেলে দূরে,
ভাসিয়ে বিরহেরও সুরে।।

0 comments:

Post a Comment

Firiye Deoar Gaan (ফিরিয়ে দেওয়ার গান) -Rupam Islam

, by https://love-bit.blogspot.com/



ভেবেছিলাম তোকে ফিরিয়ে দেবো আমি

ভেবেছিলাম ঘুরে তাকাবো না |
ভেবেছিলাম তোকে পুড়িয়ে ফেলবো (দেবো) আমি
ভেবেছিলাম উড়িয়ে দেবো ছাই |

কিচ্ছু পারলাম না, শুধু বাড়ল ওজন বুক
সুখী গাল বোঝে না, কবিদের অসুখ
পাতলা ঠোঁটের ডগায়, সাজানো গল্পের খই
তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই... এভাবে

গাছপালার স্নেহ দিয়ে ঢাকা, থাক সে পথ ফাঁকা,
থাক তোর ডাকে সাড়া দেবো না, দেবো না, না, না |
শত বসন্তের আদরে যেই, রেখেছি বালিশে ঘুম
থাক পাতার ভাঁজে রাখা, আমার এই ভালো লাগা |

আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না,
নরম আঙুল কেটে যাবে
উপড়ে নেবো নিজেকে |

ভেবেছিলাম তোকে নিভিয়ে ফেলবো (দেবো)আমি
ভেবেছিলাম তারা ফোটাবো না,
ভাল হত পেলে সময় অফুরন্ত,
ফুরিয়ে যায়, ফিরিয়ে দেওয়া গান |

কেন ভাঙছে আকাশ, আমি ভাঙছি না,
হয়ত তোর ভেতরেও একই অবস্থা |

পাতলা ঠোঁটের ডগায়, সাজানো গল্পের খই
তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই... এভাবে

গাছপালার স্নেহ দিয়ে ঢাকা, থাক সে পথ ফাঁকা,
থাক তোর ডাকে সাড়া দেবো না, দেবো না, না, না |
শত বসন্তের আদরে  যেই, রেখেছি বালিশে ঘুম
থাক পাতার ভাঁজে রাখা, আমার এই ভালো লাগা |

আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না,
নরম আঙুল কেটে যাবে
উপড়ে নেবো নিজেকে |

বুঝবি না, তোর ক্ষতয় হাত বোলালে
জানবি না, কেন যে চোখ ঢাকি
বুঝবি না, কেন ওপাশ ফিরে শুলে
জানতে চাস না, কেন এভাবে থাকি

কেন প্রশ্ন এড়াস, আমি ঠকব না,
বিশাল ফারাক আছে, তা কি বুঝিস না?

পাতলা ঠোঁটের ডগায়, সাজানো গল্পের খই
তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই... এভাবে

গাছপালার স্নেহ দিয়ে ঢাকা, থাক সে পথ ফাঁকা,
থাক তোর ডাকে সাড়া দেবো না, দেবো না, না, না |
শত বসন্তের আদরে  যেই, রেখেছি বালিশে ঘুম
থাক পাতার ভাঁজে রাখা, আমার এই ভালো লাগা |

আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না,
নরম আঙুল কেটে যাবে
উপড়ে নেবো নিজেকে |

                                                                                                                                                                             


0 comments:

Post a Comment

keno piriti baraila re bondhu (কেন পিরিতি বাড়াইলারে বন্ধু)_শাহ আব্দুল করিম

, by https://love-bit.blogspot.com/

 



কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেমনে রাখবি তোর মন
কেমনে রাখবি তোর মন
আমার আপন ঘরে বাধিরে বন্ধু
 ছেড়ে যাইবা যদি

পাড়া পড়শী বাদী আমার
বাদী কাল ননদী
মরম জ্বালা সইতে নারি
দিবা নিশি কাঁদিরে বন্ধু
ছেড়ে যাইবা যদি

কারে কী বলিব আমি
নিজেই অপরাধী
কেঁদে কেঁদে চোখের জলে
কেঁদে কেঁদে চোখের জলে
বহাইলাম নদী রে বন্ধু
ছেড়ে যাইবা যদি

পাগল আব্দুল করিম বলে
হলো এ কী ব্যাধি
তুমি বিনে এ ভুবনে
তুমি বিনে এ ভুবনে
কে আছে আছে ঔষধি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি



                                                                                                      

0 comments:

Post a Comment

Jodi Mon Kade (যদি মন কাঁদে) By Shawon

, by https://love-bit.blogspot.com/

                                                
                                                     

   

যদি মন কাঁদে,
তুমি চলে এসো, চলে এসো, এক বরষায়...
এসো ঝর ঝর বৃষ্টিতে, জল ভরা দৃষ্টিতে
যদি কোমলও শ্যামলও ছায়।
চলে এসো, তুমি চলে এসো এক বরষায়
যদি মন কাদে, তুমি চলে এসো, এক বরষায়...

যদিও তখন আকাশ থাকবে বৈরী,
কদমও গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি...
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো
ঝলকে ঝলকে নাচিবে বিজলি আলো
তুমি চলে এসো এক বরষায়
যদি মন কাদে তুমি চলে এসো এক বরষায়...

নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে
মেঘমল্লো বৃষ্টিরও মনে মনে
কদমও গুচ্ছ খোপায় জরায়ে দিয়ে
জলভরা মাঠে নাচিবো তোমায় নিয়ে..
চলে এসো, চলে এসো এক বরষায়
যদি মন কাদে, তুমি চলে এসো, চলে এসো এক বরষায়..


                        


0 comments:

Post a Comment

Ami Khola Janala (আমি খোলা জানালা) _Srikanto Acharya

, by https://love-bit.blogspot.com/



আমি খোলা জানালা
তুমি ঐ দখিনা বাতাস,
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।

আমি খোলা জানালা
তুমি ঐ দখিনা বাতাস,
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।

উধাও সাগর তুমি ওধের নীলে
আমি অস্তরাত শেষ বিকেলে।
উধাও সাগর তুমি ওধের নীলে
আমি অস্তরাত শেষ বিকেলে।
তুমি কথা না রাখা নিরালা দুপুর
আমি বিমনা অবকাশ।

আমি খোলা জানালা
তুমি ঐ দখিনা বাতাস,
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।
শুধুই ছবি আমি ধুলয় ঢাকা
তুমি চলমান সুর স্বপ্ন মাখা!
শুধুই ছবি আমি ধুলয় ঢাকা
তুমি চলমান সুর স্বপ্ন মাখা!
তুমি কাছে না থাকা খেয়ালী শুধু
আমি বিরহী ইতিহাস!

আমি খোলা জানালা
তুমি ঐ দখিনা বাতাস,
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।

0 comments:

Post a Comment

Agami (আগামী) - Warfaze From The Album Shotto

, by https://love-bit.blogspot.com/



ধ্বংসের সীমানায়, স্বপ্নে সাজানো আঙিনায়
তুমি কি উন্নত শিরে দাঁড়িয়ে স্বাধীনতায়
বেদনা ভুলে যাই, যখনই তোমাদের খুঁজে পাই
রাহুমুক্ত করতে প্রতিজ্ঞ বন্দী চেতনা
শোষণের দেয়াল ভেঙে আলোকিত দিনের সূচনায়।

তুমি আশা আগামী, অশ্রু ধোয়া আগামী
দুঃখী মানুষের দেশে সুখের কাহিনী শোনাই
তুমি আশা আগামী, মোহিত স্বপ্নে আমি
সোনালী দিনের আশায় প্রতীক্ষার দৈর্ঘ বাড়াই
বেদনার ধূসর বালুচরে।

তুমি কি কেঁদেছ যখনই অপমান দেখেছ
যখনই এই বাংলা সয়েছে কালিমা অবহেলায়
পরাজয় মুছে যায় তোমার দৃপ্ত পদচারনায়
নির্মূল তুমি করবে সমাজ থেকে ঘৃণ্য লুটেরা
শোষিতের বিজয়ের কালে বিকশিত মনের কামনায়।

রাহুমুক্ত করতে প্রতিজ্ঞ বন্দি চেতনা
নির্মূল তুমি করবে সমাজ থেকে ঘৃণ্য লুটেরা
সংকীর্ণতা ভাঙলে এদেশ হবে ঋদ্ধ ঠিকানা
শোষনের দেয়াল ভেঙে আলোকিত দিনের সূচনায়। 

0 comments:

Post a Comment

Jonsrot (জনস্রোত) - Warfaze

, by https://love-bit.blogspot.com/



সবাই বলে, আর তুমিও বলো
আর তুমি কি বলো, আর তুমি কি বলো, বলো?
যে পথ জনস্রোত করেছে অবরোধ
সেই পথ এখনও কি লাগছে ভালো?
কি লাগছে ভাল, বলো?

অবশেষ আর ভাবিনা, ভেঙে সীমানা, দেখি অজানা প্রান্তর
মেঠো পথ এঁকে চলেছি, ভয় ভুলেছি, গত হচ্ছে না মন্থর
আঁধার এর সাথে সন্ধি, নই বন্দী, নয় ক্লান্ত এ অন্তর
এইখান থেকে ফিরবার, পিছু হটবার, কোন প্রশ্ন অবান্তর।

সেই আমারই দেখা চাইলে, আমার খোঁজে ব্যস্ত হলে
জনাকীর্ণ পথের নিরাপত্তার মায়া একটু ভোলো।

প্রতিবাদে দিন গুনেছি আর শুনেছি অই রাবণের হুংকার
একটুও বুক কাঁপেনি, ঘাড়ে চাপেনি, তোষামোদের নমস্কার
কুয়োতেই ওরা বড়ো হোক, আর জড়ো হোক, হাতে চাতুর্য সম্ভার
অসীমের পথে চলবো, আর বলবো এই আমার অহংকার।

0 comments:

Post a Comment

Protikkha (প্রতীক্ষা) Album Shotto - Warfaze

, by https://love-bit.blogspot.com/



দুঃস্বপ্নের শেষ সীমানায়, চমকে ঘুম ভেঙ্গে যায়
জেগে দেখি তুমি পাশে নাই, চোখ পড়ে খোলা জানালায়
জোছনায় আলো নেই আর, হতাশার কালো আঁধার
নির্বাক রয় ধরণী, দুঃখ যেনো আমারই

এক ঝিম-ধরা দিবা স্বপনে, আনাগোনা সন্দেহে
আমি একা মেতে উঠি, পুণ্যে বিকশিত
পাপের খেলায়, কারাগারের অবহেলায়
পচন ধরে এ মনে, শরীরে
কবে আসবে ফিরে ভালোবাসা

জীবনের সব আশায়, হতাশার আলিঙ্গনে
ঘুণে ধরা স্বপ্নগুলো, সব যেনো এলোমেলো
স্মৃতি নিয়ে আমি একা, ভাসমান এই জীবন
তাই বুঝি বেঁচে থাকা, জানিনা এর শেষ কোথায়

এক গোলক ধাঁধাঁয় আটকে পড়া, অবনত হৃদয়ে
দিশেহারা ছুটি আমি, রাতের আলোকিত, নগর প্রণয়,
ভালোবাসার প্রতারণায়, পচন ধরা বিশ্বাসে, আশায়…

0 comments:

Post a Comment

Ovinoy (অভিনয়) -Neela

, by https://love-bit.blogspot.com/




কখনো একা আমি
কখনো উদাসী
কখনো এই রোদে আমি
কখনো মেঘে ভাসি।
একি আমি কত রকম
করছি অভিনয়
এক চোখে আমার স্বপ্ন ভিজে
অন্য চোখে ভয়।

জোছনাকে খুজে বেড়াই
আধারের মাঝে
রাতের আগেই দিনের গল্প
ভেসে যায় সাজে।
চেনা পথে পা বাড়িয়ে
হাটি কোন অচেনায়।
একটু পড়ে থমকে দাড়াই,
ঘোর সে কুয়াশায়।

0 comments:

Post a Comment

Brishti (বৃষ্টি) [Album:Neelar Gaan] - Neela

, by https://love-bit.blogspot.com/



আজ বইছে খুশির হাওয়া
মন গাইছে কেন গান,
চোখে লাগছে বৃষ্টির ছোয়া,
আর মেতে উঠে প্রান
আজ হাসছে কেন সময়
সব ভাবছি নতুন করে
পাখিরা লুকিয়ে কোথায়
শুধু বৃষ্টি আকাশ জুড়ে
বৃষ্টি ডাকছে,ডাকছে আমায়
দুষ্টু জল কনা
আমায় ছুয়ে যায়
ঘন মেঘে ছেয়ে গেছে চারদিক আবার
অভিলাষী মাতাল হাওয়া হয়েছে আমার
ঝিরিঝিরি বারি ঝরে মনের আঙিনায়
ভিজবে আমার মন এই ঘন বরষায়

0 comments:

Post a Comment

Chupi Chupi (চুপি চুপি) - Kazi shuvo & Porshi Lyrics

, by https://love-bit.blogspot.com/



চুপি চুপি কেন আসনি,
স্বপনে ধরা দিয়ে যাও।
বেসেছো ভালো গোপনে গোপনে,
বলোনা আমি যে তোমার।

কি করে বলি বলো ভালোবাসি,
বড় ভালোবাসি তবু লাজে মরি।
আমারই জীবন শুধুই তোমার,
তুমি হীনা সবই যে আধার।

ছিলেনা যখন তুমি এই জীবনে,
দেখেনি স্বপণ কভু দু-নয়নে।।

হৃদয় চিরে দেখো তোমারি ছবি,
বড় ভালোবাসি তুবও লাজে মরি।
আমারই জীবন শুধুই তোমার,
তুমি হীনা সবই যে আধার।

এতো কাছে রয়েছো তবু আরো কাছে চাই,
এ চাওয়া পাওয়ার যেন কোন শেষ নাই।।

হৃদয় চিরে দেখো তোমারি ছবি,
বড় ভালোবাসি তুবও লাজে মরি।
আমারই জীবন শুধুই তোমার,
তুমি হীনা সবই যে আধার।

0 comments:

Post a Comment

Shada (সাদা) -Tahsan Feat. Minar

, by https://love-bit.blogspot.com/





তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজী
অপেক্ষা সুদূর বর্ষনের,
মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান
বৃষ্টি তোমার আহবান।।

সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা,
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।।

তুমি চাইলে জোছনা, স্বপ্নীল কোনো এক রাতে
আকাশটা ঘিরে প্রার্থনা,
চাঁদটা বলবে হেসে, জোছনা এলে শেষে
জানিও তোমার অভ্যর্থনা।।

সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা,
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।।

0 comments:

Post a Comment

Chuye Dile Mon (ছুঁয়ে দিলে মন) -Tahsan And Shakila Saki

, by https://love-bit.blogspot.com/



আমি ডানা ছাড়া পাখি,
তোমার আশায় আশায় থাকি
আমি পটে আঁকা ছবি প্রেম, তুমি ভালোবাসায় সবই
তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।।

তুমি আকাশের ওই নীল,
আমি মেঘে মেঘে স্বপ্নিল
তুমি হাওয়া হয়ে আসো, শুধু আমাকেই ভালোবেসো
তুমি মনের আল্পনা, তুমি সেই প্রিয় কল্পনা
তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।।

যেন ছায়া হয়ে আছি,
যেন তোমায় নিয়ে বাঁচি
তুমি আমার সুখ পাখি, বলো কোথায় তোমায় রাখি
তুমি রাত দিনোমান, আমি ডুবে থাকি সারাটাক্ষণ
তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।।

0 comments:

Post a Comment

স্বাগতম পৃথিবী-ইবরার টিপু

, by https://love-bit.blogspot.com/




ও পৃথিবী, এবার এসে বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী, তোমায় জানাই স্বাগতম এই দিনে ।

জয় দেখেছি প্রথম যেদিন ভয় গিয়েছি ভুলে
জয় দেখেছি একুশ যেদিন এলো মাথা তুলে ।
জয় দেখেছি সূর্য ওঠা একাত্তরের দিনে.......
ও পৃথিবী, এবার এসে বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী, তোমায় জানাই স্বাগতম এই দিনে।

আমার আছে দিগ্বিজয়ী দীর্ঘ সাগর তীর
আকাশ ছুঁয়ে ঠায় দাঁড়িয়ে সুন্দরীর প্রাচীর  ।
জয়ের নেশা বাংলাদেশের হৃদয় গহীনে......
ও পৃথিবী, এবার এসে বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী, তোমায় জানাই স্বাগতম এই দিনে।

সূর্য নিয়ে উড়ছে সবুজ অবাক মানুষ জন
কে শোনেনি আমার দেশের বাঘের গর্জন ।
লাল সবুজের এই পতাকা যাচ্ছে নতুন দিনে......
ও পৃথিবী, এবার এসে বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী, তোমায় জানাই স্বাগতম এই দিনে ।

I witness victory today we let go fear
I witness victory with Ekush Proudly appears
I witness victory in the Sunny days of 1971

O World, It's time let Bangladesh be known
O World, on this day Accept our invitation
O World, it's time let Bangladesh be known
O world, it's time let our Cricket be known

ও পৃথিবী, এবার এসে বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী, সবুজ দেশের ক্রিকেট নাও চিনে ।
ও পৃথিবী, এবার এসে বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী, তোমায় জানাই স্বাগতম এই দিনে ।

0 comments:

Post a Comment

Kotha Dao (কথা দাও) - তাওসিফ

, by https://love-bit.blogspot.com/



নীলাকাশ ছুতে পারি যদি তুমি চাও
ওই মেঘ হতে পারি, যদি তুমি চাও
শুধু কথা দাও ভুলে যাবেনা, একটু দুঃখ আমায় চোবেনা
এই পৃথিবীর বিনিময়েও আমায় কখনো ছেড়ে যাবেনা।

ভালোবেসে যেতে পারি যদি তুমি চাও
এ জীবন দিতে পারি জমিয়ে যাও
শুধু কথা দাও ভুলে যাবেনা, একটু দুঃখ আমায় চোবেনা
এই পৃথিবীর বিনিময়েও আমায় কখনো ছেড়ে যাবেনা।

আজ মন ছুটেছে সুখের বাড়ি , দুঃখের সাথে দিয়ে আড়ি,
চৌ সীমানা দেব পাড়ি , বাধা যে মানবনা
এস ভালবাসার ছায়াতলে মন ভেজাবো সুখের জলে
ভয় যে আর করিনা।

দেখ রাত ছুটেছে চাদের বাড়ি , মনের মাঝে স্বপ্ন তারি
সব আলোতে দেব ভোরে আধার যে ডাকবেনা
সেই সপ্নের কথা সত্যি হলে
মন সাজাব ফুলে ফুলে
ঘুম যে আর হবেনা।

0 comments:

Post a Comment

E Ki Maya (এ কি মায়া) - Tausif Feat Liza

, by https://love-bit.blogspot.com/



এ কি মায়ার জড়াইলা
থাকিতে পারিনা ঘরেতে
এ কি প্রেমে ডুবাইলা
রইতে পারিনা একা যে।
গাছের পাতা নড়ে চড়ে
বন্ধু তোরই কথা মনে পড়ে।।

আমার মনের মায়া
লেগেছে তোরই লাগি
তোকেই কাছে পেতে চায়
অবুঝ এ হৃদয়খানি।
তুই কেন আসিস না
ভাল কেন বাসিস না।
গাছের পাতা নড়ে চড়ে
বন্ধু তোরই কথা মনে পড়ে।

হৃদয় উঠোন জুড়ে
এঁকেছি তোরই ছবি
নিরলে তোকেই ভেবে
সাজে আমার পৃথিবী।
তুই কেন আসিস না
ভাল কেন বাসিস না।

0 comments:

Post a Comment

Shua Urilore (শুয়া উড়িলরে)-এস আই টুটুল

, by https://love-bit.blogspot.com/



শুয়া উড়িল উড়িল জীবেরও জীবন
শুয়া উড়িল উড়িল রে।।

আরলাম আকানে ছিলা আনন্দিত মন
ভবে আসি পিঞ্জরাতে হইলা বন্ধন।

নিদয়া নিষ্ঠুর পাখি দয়া নাই রে তোর
পাষাণ সমান হিয়া কঠিন অন্তর।

পিঞ্জরায় থাকিয়া করলা প্রেমেরও সাধন
পিঞ্জরা ছাড়িয়া যাইতে না লাগে বেদন।

শীতলং ফকিরে কইন দম কর সাধন
দমের ভিতর আছে পাখি করিও যতন।

0 comments:

Post a Comment

Ami Aj Bhejabo Chokh (আমি আজ ভেজাবো চোখ)-S I Tutul

, by https://love-bit.blogspot.com/



আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে
ও সমুদ্র ! কাছে আসো ,
আমাকে ভালোবাসো
আদরে লুকায়ে রাখো তোমার ওই অঞ্চলে. . .
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে।

আহারে কি আকাশ!
কি তাহার দীর্ঘশ্বাস!
আহারে কি আকাশ!
কি তাহার দীর্ঘশ্বাস!
মিশিতেছে কি নিবিড় সমুদ্র কল্লোলে।
ও সমুদ্র ! কাছে আসো ,
আমাকে ভালোবাসো
আদরে লুকায়ে রাখো তোমার ওই অঞ্চলে. . .
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে।

আয় ঢেউ আয় ঢেউ
প্রবল প্রবল ঢেউ
রুদ্র ভৈরবী আয় ছুটে আয়
আজ থেকে আমি আছি তোর সীমানায়!

সন্ধ্যার শেষ আলো
যখন হইবে কালো
সন্ধ্যার শেষ আলো
যখন হইবে কালো,
তখন সাগর পক্ষী উড়ে যাবে স্থলে. . .
ও সমুদ্র ! কাছে আসো ,
আমাকে ভালোবাসো
আদরে লুকায়ে রাখো তোমার ওই অঞ্চলে. . .
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে।

0 comments:

Post a Comment

বাংলাদেশ ~ জেমস

, by https://love-bit.blogspot.com/



তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজায় কবিতায়
আছো সরোয়ার্দী, শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়,
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন।
তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের একাত্তরের দিনগুলি
তুমি জসীম উদ্দিনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি,
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান
তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর, ভাই হারা একুশের গান।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।

তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মম্ শির
তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্ঠবীর,
তুমি সুরের পাখি আব্বাসের, দরদ ভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্বনাশা পদ্মা নদীর টান।
তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, শাণীত ছুরির ধার,
তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রঙ তুলির আঁচড়
শহীদুল্লা কায়সার, মুনীর চৌধুরীর নতুন দেখা সেই ভোর।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি,
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মাগো তোকে, বড় বেশী ভালোবাসি।
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজায় কবিতায়
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম প্রথম ও শেষ ছোঁয়ায়,
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন।
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে উঠ সুমধুর,
তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামে সোনা ঝরা সেই রোদ্দুর
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার, অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মাগো তোকে, বড় বেশী ভালোবাসি।

0 comments:

Post a Comment

যদি কখনো ভুল হয়ে যায় ~ জেমস

, by https://love-bit.blogspot.com/



যদি কখনো ভুল হয়ে যায়
তুমি অপরাধ নিওনা
জানিনা কোনদিন ব্যথার প্রদীপ জ্বেলে
চেয়ে থাকা পথ শেষ হবে কিনা॥

মুসাফির আমি খুঁজে খুঁজে
ভুল পথে যদি হারিয়ে যাই একদিন
হয়তো কখনো আর ফেরা হবেনা
অভিমানী পথ চেয়ে দিন গুনো না॥

এই গান যদি সেই রাগিনীতে
সুর হয়ে বাজে তোমার কানে
জেনে নিও তুমি সেদিনের মত
আজো তোমাকে ভালবেসে ভাল আছি॥

0 comments:

Post a Comment

বাবা [James - Baba]

, by https://love-bit.blogspot.com/




ছেলে আমার বড় হবে,
মাকে বলত সে কথা
হবে মানুষের মত মানুষ এক লেখা ইতিহাসের পাতায়
নিজ হাতে খেতে পারতাম না,
বাবা বলত ও খোকা যখন আমি থাকবনা,
কি করবি রে বোকা…
এতো রক্তের সাখে রক্তের টান স্বার্থের অনেক উর্ধ্বে হঠাৎ
অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙ্গে পড়ল
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতরাত কতরাত দেখিনা তোমায়,
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়॥

চশমাটা তেমনি আছে, আছে লাঠি ও পাঞ্জাবী তোমার
ইজিচেয়ারটাও আছে, নেই সেখানে অলস দেহ শুধু তোমার
আযানের ধ্বনি আজো শুনি, ভোরে ভাঙ্গাবেনা ঘুম তুমি জানি
শুধু শুনিনা তোমার সেই দরাজ কন্ঠে পড়া পবিত্র কোরআনের বানী…
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতরাত কতরাত দেখিনা তোমায়,
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়॥

0 comments:

Post a Comment

তারায় তারায় (Taray Taray) - James

, by https://love-bit.blogspot.com/




সুন্দরীতমা আমার
তুমি নীলিমার দিকে তাকিয়ে
বলতে পারো
এই আকাশ আমার

নীলাকাশ রবে নিরুত্তর
মানুষ আমি চেয়ে দেখ
নীলাকাশ রবে নিরুত্তর
যদি তুমি বল আমি
একান্ত তোমার

আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেব
আমি তোমার

ক্যামেলিয়া হাতে এই সন্ধায়
ভালোবেসে যতখুশি
বলতে পারো
এই ফুল আমার
ফুল শুধু ছড়াবে সৌরভ
লজ্জায় বলবে না কিছুই
ফুল শুধু ছড়াবে সৌরভ
লজ্জায় বলবে না কিছুই
ফুল থাকবে নীরব

আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেব
আমি তোমার

জোছনা লুটালেই
তুমি অধিকার নিয়ে
বলতে পারো
এই জোছনা আমার

এই চাঁদ খুজবে না উত্তর
একবার যদি বল
এই চাঁদ খুজবে না উত্তর
একবার যদি বল আমাকে
আমি থাকবো না নির্বাক

আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেব
আমি তোমার

0 comments:

Post a Comment

Eto Kosto (এত কষ্ট) - James

, by https://love-bit.blogspot.com/



এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে, যেন কান্নার কবিতা
তবু হাসতে হাসতে কাঁদি আমি ভুল করে, আঁকি ব্যাথার ছবিটা ।।

পাবো হায় সুখের দেখা কি!
নিঃসঙ্গ এই আমি একাকী ।।

কেউ জানে কি, কেউ জানে কি,
কতটা আমি আজ একাকী ।।

কি ঝড়ে পড়েছি, একাকী মরেছি, গিয়েছি ভেঙ্গেচুরে
পৃথিবী জানে না, হৃদয়ও মানে না, হয়েছি ভবঘুরে ।।

পাবো হায় সুখের দেখা কি!
নিঃসঙ্গ এই আমি একাকী ।।

কেউ জানে কি, কেউ জানে কি,
কতটা আমি আজ একাকী ।।

0 comments:

Post a Comment

এই বৃষ্টি ভেজা রাতে-আর্টসেল

, by https://love-bit.blogspot.com/




এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটে না
রাত কেনো আলো দেয় না
পাখি কেনো গান গায় না
তারা কেনো পথ দেখায় না
তুমি কেনো কাছে আসো না??
সমুদ্রের ঝড়ো হাওয়া বলে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
পাখির নিঝুম ছন্দে বলে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
এই শরতের সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটে না
কাশফুল কেনো ফুটে না, ছুয়ে ছুয়ে যায় না
মেঘের ভেলায় ভাসেনা, ভেসে তুমি কেনো আসোনা?
ঝরে যাওয়া সব অশ্রু বলে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
হৃদয়ের যত অনুভুতি আছে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
এই বসন্তেরই সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটে না
পৃথিবী কেনো হাসেনা, হৃদয়ে দোলা দেয়না
আবেশেতে জড়ায়না
তুমি কেনো কাছে আসোনা??

0 comments:

Post a Comment

আমার পথ চলা আমার পথে-আর্টসেল

, by https://love-bit.blogspot.com/




আমার পথ চলা আমার পথে
যেন বেলা শেষে আকাশ কার মোহে
আমার স্বপ্ন আমার সাথে যেন স্বপ্নে ফেরে
আসে স্বপ্ন হয়ে
খুজে পায় জীবনের তীর, জীবনকে কোন স্বপ্ন ভেবে
আমি কার আশাতে ছুটে চলি পথে পথে
যেন কার মায়াতে বাধা পড়েছে জীবন যে
কত সুর কল্পনা, কত মিথ্যে প্রলোভন
কষ্টের প্রতিটি ক্ষণ
শোনায় কার আহ্বান


আমার আলোয় আলোকিত
হতে চেয়ে আঁধারে মিলিয়ে
আমার স্বপ্ন আমার সাথে যেন স্বপ্নে ফেরে


আমি আজ নেই তবু কত সুর ওঠে বেজে তোমার ঐ গানের মাঝে
এই পথ গেছে মিশে আমার বেলা শেষে স্বপ্ন ফিরে আসে
পৃথিবীর দূর দেশে
জীবনকে কোন এক স্বপ্ন ভেবে

0 comments:

Post a Comment

তোমাকে আলো ভেবে-আর্টসেল

, by https://love-bit.blogspot.com/



তোমাকে আলো ভেবে
চোখ চেয়ে থেকেছি আধাঁরে
নীরব থেকে
দেখেছি আমার একা নির্জনে


তোমাকে যখন চেয়েছি সত্তার অন্তরালে সংগপনে
তখনই আলো হয়ে তুমি আমার আধাঁরে
আর যখন এ ভেবেছি বদ্ধ সীমা চারপাশে তোমাকে ঘিরে
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে
আপন আধারে


যেখানে স্বর্গ ভাসে
তোমার আমার আকাশ সেখানে
অন্য রঙ্গে আকাঁ আয়নায় মৃত জলছবি
সেই ছবিতে অন্ধ কবি আমি (এক)
হাতরে ফিরি আলোর সিড়ি..........

0 comments:

Post a Comment

Itihaas (ইতিহাস)-Artcell

, by https://love-bit.blogspot.com/


আজ আমি আলোছায়া, আজ আমি অন্ধকার
সময়ের হারানো পথে আজ ভেঙেছে ঘুম চেতনার
পৃথিবীর কোলাহল নির্জনে আপোষের এ বেঁচে থাকা
পেছনে ফেলে ইতিহাস যাবে না ভাঙা চার দেয়াল।

কুয়াশা ঢাকা স্বপ্ন আমার, খুঁজে ফিরি ধুসর সীমানায়
বদ্ধ ঘরে আলোছায়ায় থমকে থাকি নির্জনতায়।

হয়নি পাওয়া কিছু আর শুধুই অন্ধকার
আজ আমিই এক শূন্যতা,
তবুও চেয়ে রই মুক্তির আশায়... শান্তির আশায়...

বিধাতারই একটু ইশারায়
ভেঙে গেছে স্বপ্ন অসহায়,
পথিকের মত খুঁজে ফিরি
পথে পথে করুণা।
সত্য যা দেখ সবই
মিথ্যের মায়াজালে ঘেরা,
আমাদের সাথে ছলনা অদৃষ্টের করা...

0 comments:

Post a Comment

ভোরের সূর্য দেখে জন্ম আমার - আনিলা

, by https://love-bit.blogspot.com/


ভোরের সূর্য দেখে জন্ম আমার
গোধূলি লগ্নে মৃত্য আমার..
কান পেতে কষ্ট শুনতে না পেলে
এ বুক চিরে দেখো।
সূখের আড়ালে লুকিয়ে রয়
অযাচিত দুঃখ নিয়ে কিসের বিস্ময়..
মনের অনূভুতি জানতে যদি চাও
এ বুক চিরে দেখো।

স্বপ্নে হারানো সূখ স্বপ্নতেই রয়ে যায়
ক্ষণিকের আনন্দে জীবনটা জড়িয়ে যায়।
বিদ্রোহী প্রেম পথে হারিয়ে যায়
ক্রান্তিহীন জীবনে শূণ্যতায়।
নিশ্চুপ বাধা ঢেকে দেয় দৃষ্টি
সন্ধানী মন পথ খুজে নেয়..

স্বপ্নে হারানো সূখ স্বপ্নতেই রয়ে যায়
ক্ষণিকের আনন্দে জীবনটা জড়িয়ে যায়।

0 comments:

Post a Comment

Ami Ke (আমি কে)-Topu & Anila

, by https://love-bit.blogspot.com/



আর এখানে কোন প্রশ্ন নেই মনে
জেনেছি কি যে চাই
আমি কে?

এই খেলাতে কে জয়ী কে হারে,
কি লাভ কি ক্ষতি তার
যে চলে গেছে।

কে কি যে চাই, কে জয়ী কি আশাই
কি সুখে, কি ক্ষতি কে জানে।।

কে আমি কে?
কি খুঁজি ভালবাসি কাকে?
কি সুখে কি যে চাই
আমি কে, আমি কে।।

কে কি যে চাই, কে জয়ী কি আশাই
কি সুখে, কি ক্ষতি কে জানে।।

0 comments:

Post a Comment

তোমারি পরশ-আরিফিন রুমি ও পরসি

, by https://love-bit.blogspot.com/




আমি যত বেশি ভালোবাসি তোমায়.
তার চেয়েও বেশি ভালোবাসতে চাই
আমি যত বেশি কাছে আসি তোমার,
তার চেয়েও বেশি কাছে আসতে চাই
ভালোবেসে আমাকে নাও জড়িয়ে ,
তোমার প্রেমের ছোয়াতে দাও রাঙিয়ে
সকালের সোনা রোদ প্রতিদিন আমার ঘুম ভাঙ্গায়....
চোখ মেলে এ হৃদয় তোমারি পরশ চায়.......

হিমেল হাওয়াতে এ মন জুড়ালে গো হায়
তবু এ মন জুড়েনাত যদি কাছে না পাই তোমায়

1 comments:

Post a Comment

না বলা ভালবাসা ~ আরিফিন রুমি

, by https://love-bit.blogspot.com/




মাঝে মাঝে সপ্ন দেখে অবাক কোনো রাতে
মাঝে মাঝে গল্প বলি নিজেই নিজের সাথে
ও মাঝে মাঝে ইচ্চে করে কষ্ট উড়াই হাওয়ায়
মাঝে মাঝে তোমায় সাজাই সকল চাওয়া পাওয়ায়

তুমি আমার না বলা ভালবাসা
এক সুরে বোনা এ হৃদয়ের শত আশা

মাঝে মাঝে ভাসে যে মন দুরের খেয়া ঘাটে
মাঝে মাঝে বুকের ভেতর একলা পথিক হাটে
মাঝে মাঝে ভাসাই যে মন দুরের খেয়া ঘাটে
ও মাঝে মাঝে বুকের ভেতর একলা পথিক হাটে
মাঝে মাঝে যাই যে ভুলে ভালবাসার মানে
মাঝে মাঝে দুঃখ ছোটে সুখের পিছুটানে.........

0 comments:

Post a Comment

প্রিয়তমা ভালোবাসি তোমায়-আরিফিন রুমি

, by https://love-bit.blogspot.com/



তোমার চোখে আকাশ আমার, চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা।।
পথের শুরু থেকে শেষে যাবো তোমায় ভালোবেসে
বুকে আছে তোমার জন্য অনেক কথা জমা।

ভালোবাসি তোমায় কত দেখো হৃদয় খুলে
রাঙিয়ে দেবো তোমার পাঁজর মনের রঙিন ফুলে
ভালোবাসি তোমায় কত, দেখো হৃদয় খুলে
রাঙিয়ে দেবো তোমার পাঁজর মনের রঙিন ফুলে


তোমায় দেখার শেষ হবেনা দুচোখ বোজার আগে
আকাশ হয়ে জড়িয়ে রবো গভীর অনুরাগে
তোমায় দেখার শেষ হবেনা দুচোখ বোজার আগে
আকাশ হয়ে জড়িয়ে রবো গভীর অনুরাগে
তোমার চোখে আকাশ আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা।

0 comments:

Post a Comment

পলকে পলকে (Poloke Poloke)-আরফিন রুমি ও পড়শী

, by https://love-bit.blogspot.com/






পলকে পলকে কি যে হলো
দুটি হৃদয় ভেসে গেলো
পাজর ছুয়ে অবুঝ নদী
ঢেউয়ে ঢেউয়ে মাতিয়ে দিল
মনের ভেতর মন নামিয়ে স্বপ্নবুনি চলো ।।

একটা পলক তুমি হলে আড়াল
মনে হয় দেখি নাই অনন্তকাল
মনের ভেতর করে কেমন কেমন
রাত শেষে আসে না যেন সকাল
চলো দু’জন হৃদয় খুলে হয়ে যাই এলোমেলো ।।

মনটা ছুয়ে তুমি সুনীল আকাশ
সেখানে শুধু তোমার বসবাস
বুকের ভেতর তোমার আসন
জুড়ে আছো সবটা নিঃশ্বাস
তোমায় ছাড়া এক জীবনে যায় কি বাচা বলো ।

0 comments:

Post a Comment

Khuje Khuje (খুঁজে খুঁজে)-Porshi & Arfin Rumey

, by https://love-bit.blogspot.com/







তোমাকে খুঁজে পাই ঐ নীল আকাশে
পাই যে খুঁজে ঐ মিষ্টি বাতাসে।।
তোমায় ভালোবাসি আমি ভালোবাসি
পেতে চাই আরো কাছে, আরো কাছে
খুঁজে খুঁজে দু'চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু'জন থাকবো সারা জনম ধরে।

কপালের ঐ টিপ চোখেরই কাজলে,
তোমাকে জড়িয়ে রাখবো প্রেমেরই আঁচলে।
রংধনুর রঙে নয়, নয় ঝর্না ধারাতে
তোমার উপমা খুঁজি দু'চোখের তারাতে।
খুঁজে খুঁজে দু'চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু'জন থাকবো সারা জনম ধরে।

তুমি ফুল হয়ে সুরোভী ছড়ালে,
প্রেমেরই চাদরে হৃদয় জড়ালে।
দাওনা তুমি দু'হাত বাড়িয়ে,
ভালোবেসে যেতে চাই তোমাতে হারিয়ে।
খুঁজে খুঁজে দু'চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু'জন থাকবো সারা জনম ধরে।

0 comments:

Post a Comment

চল বদলে যাই - Cholo Bodle Jai

, by https://love-bit.blogspot.com/


সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম,
কেমন করে এত অচেনা হলে তুমি
কেমন করে এত বদলে গেছি এই আমি।


ওও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চল বদলে যাই,
তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়,
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটূকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।


কত রাত আমি কেঁদেছি
বুকের গভীরে কষ্ট নিয়ে,
শূণ্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও।


তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়,
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটূকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।


যতবার ভেবেছি ভূলে যাবো
তারও বেশী মনে পড়ে যায়,
ফেলে আসা সেইসব দিনগূলো
ভূলে যেতে আমি পারিনা।


তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়,
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটূকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।

0 comments:

Post a Comment

সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়-Sukheri Prithibi Sukheri Ovinoi

, by https://love-bit.blogspot.com/


সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়
যত আড়াল রাখো, আসলে কেউ সুখী নয়
নিজ ভুবনে চির দুখী, আসলে কেউ সুখী নয়

তোমার দরজার ওপাশে একজন
ভাবছ সে সুখী মিথ্যে আয়োজন
নিজ ভুবনে চির দুখী, আসলে কেউ সুখী নয়

আশা দুরাশায় দুলছে কেনো মন
সুখের চাদরে জড়ানো প্রিয়জন
নিজ ভুবনে চির দুখী, আসলে কেউ সুখী নয়

0 comments:

Post a Comment

হারিয়ে গিয়েছি-Harie giese

, by https://love-bit.blogspot.com/

 
হারিয়ে গিয়েছি, এইতো জরুরী খবর
অবাক দু চোখে, ছায়া কাঁপে ভয়ে অভিমানে
হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে
হারাবো বলে, পা টিপে এগোতে গেলেই
গোটা শহর বাতি জ্বেলে সতর্ক
পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি।

কোথাও নেই ঝুম ঝুম অন্ধকার
তক্ষক ডাকা নিশুতিতে
রূপকথা শুনে শিউরে ওঠে না গা
স্বপ্নে আমার শরীরে কেউ
ছড়ায় না শিউলি ফুল
আলোর আকাশ নুয়ে এসে ছোঁয় না কপাল।

হারিয়ে যাইনি তবু, এটাই জরুরী খবর
আকাঙ্খা আর হতাশায় হারিয়ে যাওয়ার কোনো মানে নেই
নিবিঢ় ঘরে আধো আলো বিশ্বাসে
বুকের গভীরে কার যেন ডাক আসে।
যদি কোনদিন ঝরে ঝরে যায় অন্ধকার
ভালোবাসা ধুয়ে দেয় গোটা মুখ আমার
দু’চোখে স্বপ্ন ভরে দিয়ে যায় কেউ
যদি কোনদিন অটুট বিশ্বাসে
যদি কোনোদিন, যদি কোনোদিন, যদি কোনোদিন

0 comments:

Post a Comment

অনেক দূর স্বপ্ন আমার-Onek Dur Shopno Amar

, by https://love-bit.blogspot.com/


অনেক দূর স্বপ্ন আমার,
অনেক দূর আমার চাওয়া
হাতের কাছে তারার মতো,
আমার করে তোমায় পাওয়া।

তোমায় পেলে হয়ত আবার,
নতুন গানের সুরটা পাব
অনেক দূরের আকাশ পথে,
তোমায় নিয়ে হারিয়ে যাব।

হারিয়ে যাওয়ার মানেই হলো,
নিজেকে আবার খুঁজে পাওয়া
নিজের জন্য গান লিখেছি,
নিজের জন্য তোমায় চাওয়া।

চাইবে যেদিন আমায় তুমি,
বুঝবে সেদিন ভাল করে
হাতের কাছের তারাগুলো
দেখায় কেন অত দূরে ।

নতুন একটা গান লিখেছি
বুকের মধ্যে পাগলা সুরে
রাতের আকাশ তোমার মতোই
আমিও যাব অনেক দূরে।

0 comments:

Post a Comment

সে যে বসে আছে-She Je Boshe Ache

, by https://love-bit.blogspot.com/


সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে ।।

তার গুন গুন মনের গান বাতাসে উড়ে
কান পাত মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে
চোখ মেল যদি পার বুঝতে ।।

সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলেছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে ।।

সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায়
টপ টপ টপ ফোটা পড়ে অনেক ক্ষণ
সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে
ভেজা কাক হয়ে থাক আমার মন ।।

0 comments:

Post a Comment